নগ্নবীজি উদ্ভিদ
বাংলাদেশে নগ্নবীজী কয়টি প্রজাতি আছে?
বাংলাদেশে প্রায় ৪০০০ প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ থাকলেও মাত্র পাঁচ প্রজাতির নগ্নবীজী উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে থাকে। প্রজাতিগুলো হলো Cycas pectinata যা চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় পাওয়া যায়; Podocarpus neriifolius, বাংলাদেশে এটি বাঁশপাতা নামে পরিচিত এবং চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট বনাঞ্চলে এখনো পাওয়া যায় এবং Gnetum নামক একটি কাষ্ঠল লতানো উদ্ভিদ যা সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন বনে পাওয়া যায়। বাংলাদেশে Gnetum (নিটাম) এর ২/৩টি প্রজাতি আছে বলে ধারণা করা হয়। প্রজাতিগুলো হলো Gretamm montenum, G. oblongum এবং G. latifolium। সবগুলো প্রজাতি বিলুপ্তির আশঙ্কায় আছে। এদেরকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। লাগানো অবস্থায় বাগানে Cycas revoluta, Thuja, Aurucaria, Pinus ইত্যাদি নগ্নবীজী উদ্ভিদ দেখা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোন বৈশিষ্ট্যে আবৃতবীজী উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ থেকে উন্নত?
নিম্নের কোনটি নগ্নবীজী উদ্ভিদে পাওয়া যায়?
বিশ্বের বৃহত্তম নগ্নবীজী উদ্ভিদ কোনটি?
উদ্দীপকের চিত্র 'Q' যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে, তার-
i. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান
ii. কোরালয়েড মূল বিদ্যমান
iii. ফুলে গর্ভাশয় বিদ্যমান
নিচের কোনটি সঠিক?