১.১৮ মিঠা পানি, পানি দূষণ,পানির বিশুদ্ধতার মানদন্ড

বাংলাদেশে মিঠাপানির উৎস কোনটি?

কবীর স্যার

মিষ্টি জল বা স্বাদু জলের কয়েকটি উৎস হলোঃ

1। নদী, 2। পুকুর, 3। হিমবাহ, 4। ঝর্না, 5। মিষ্টি জলের হ্রদ, 6। বৃষ্টির জল, 7। ভূগর্ভস্থ পানি

পৃথিবীর সঞ্চিত মিঠা পানির মধ্যে সর্বাধিক (প্রায় ৭৪%) পরিমাণ হলো ভূ-গর্ভের পানি। আমাদের পানি

সরবরাহের সবচেয়ে বড় উৎস হলো এ ভূ-গর্ভের পানি। বৃষ্টির পানি ও তুষার গলা পানি পৃথিবীর মাটি, বালি ও পাথরের

বিভিন্ন স্তরের মধ্য দিয়ে পরিস্রুত হয়ে ভূ-গর্ভের অভেদ্য স্তরে (গ্রানাইট, প্লেট) গিয়ে জমা হয়। এ পানিতে মাটির বিভিন্ন

খনিজ লবণ (Na, K, Ca ও Mg-লবণ) দ্রবীভূত থাকে বলে এ পানির নাম খনিজ পানি। এ পানিই আমরা গভীর

নলকূপের সাহায্যে উত্তোলন করে পানীয় জল হিসেবে, সেচ কাজে, গৃহস্থালী কাজে এবং শিল্পোৎপাদন কাজে ব্যবহার

করে থাকি । প্রাকৃতিক দূষণ ও অণুজীবমুক্ত এ পানি বৃষ্টির পানির পর সবচেয়ে বিশুদ্ধ মিঠা পানি।

১.১৮ মিঠা পানি, পানি দূষণ,পানির বিশুদ্ধতার মানদন্ড টপিকের ওপরে পরীক্ষা দাও