প্রতিরক্ষা বাহিনী

বাংলাদেশে সাবমেরিন ঘাঁটি কোথায় নির্মিত হতে যাচ্ছে?

DU D 19-20

• বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি নির্মিত হচ্ছে কক্সবাজারে।

• ২০১৬ সালে বেইজিংয়ের কাছ থেকে কেনা বাংলাদেশের দু'টি সাবমেরিন (নবযাত্রা ও জয়যাত্রা) ভবিষ্যতে এই ঘাঁটি ব্যবহার করবে।

• বাংলাদেশের নৌবাহিনীতে এটাই প্রথমবারের মতো চীনা সম্পৃক্ততা।

• নবযাত্রা ও জয়যাত্রা এর মূল্য ২০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

• সাবমেরিন দুটির প্রতিটির দৈর্ঘ্য ৭৬ মিটার ও প্রস্থ সাড়ে ৭ মিটার।

• এগুলোর গতিবেগ ঘণ্টায় ১৭ নটিক্যাল মাইল।

প্রতিরক্ষা বাহিনী টপিকের ওপরে পরীক্ষা দাও