বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য?
স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থ্যা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে। বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ এর ১৮ এপ্রিল। বাংলাদেশ কমনওয়েলথের ৩২ তম সদস্য দেশ।