'সি' প্রোগ্রামিং ভাষা
লজিকাল অপারেটর (Logical Operator):
একাধিক শর্ত মিলিয়ে নতুন শর্ত তৈরি করার জন্য গাণিতিক এক্সপ্রেশনের মতো, লজিকাল এক্সপ্রেশন লেখা যায়। বিভিন্ন শর্ত লজিকাল অপারেটর দিয়ে যুক্ত করে লজিকাল এক্সপ্রেশন তৈরি করা হয়।
সি প্রোগ্রামিং ভাষায় তিন ধরনের লজিক্যাল অপারটের আছে- && (and), || (or) এবং! (not) অপারেটর।