বাইনারি যোগ বিয়োগ ও দুই এর পরিপূরক
বাইনারি পদ্ধতিতে 1+1+1 এর যোগফল কত?
এটি বাইনারি পদ্ধতিতে লিখলে:
এখানে, 1 + 1 এর ফল 10 (দশমিকে 2)।
ও এর যোগফল কত?
আদনান জামী তার মামার কাছে (E)16, (7)৪ সংখ্যা দু'টির যোগফল জানতে চাইল। মামা আদনান জামীকে যোগফল দেখলো এবং বললো কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড যেমন- যোগ, বিয়োগ, গুণ, ভাগ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে, তাছাড়া যোগের ক্ষেত্রে এক ধরনের সার্কিটও ব্যবহৃত হয়।
(11001)2 - (10111)2 এর মান কোনটি ?