বাক্যের পরবর্তী অংশে গতিসঞ্চার করতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
বাক্যের পরবর্তী অংশে গতিসঞ্চার অথবা উদাহরণ সন্নিবেশের জন্য ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়।
বাক্যের মধ্যে গতির প্রয়োজনে ড্যাস ব্যবহৃত হয়।
- ‘বড় চড়ার বাঁদিকের রেত ঠেলে জাহাজ যেতে পারে না— আমরা যাব কি করে'?
- “চল তোকে ফিরে রেখে আসি – কাপুরুষ'।
- প্রত্যক্ষ উক্তি বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়।
- ‘আমার বড় কৌতূহল হইল, বলিলাম – যদি আমরা একবার দেখতে যাই, তাতে কি কোন আপত্তি আছে?”
- বাক্যের মধ্যে ভিন্ন প্রসঙ্গ আসলে ড্যাশ চিহ্ন ব্যবহার হয় ।
- 'হাত ভেরে চিত হয়ে থাকলেই হল – তাছাড়া মড়া-পোড়ানো বড় বড় গুঁড়ি কত ভেসে যাবে দেখতে পাবি।'
উদাহরণ দিতে গিয়ে ড্যাশ চিহ্নের ব্যবহার হয়।
- সমান ছয় প্রকার— দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব।
উৎস : বাংলা ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।