এককথায় প্রকাশ / বাক্য সংকোচন

বাক্য সংকোচন কী?

বাক্য সংকোচন হলো একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা। একে এক কথায় প্রকাশও বলা হয়। এটি ভাষার সৌন্দর্য বর্ধনে এবং বক্তব্যকে সংক্ষিপ্ত ও শ্রুতিমধুর করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, "যা নিবারণ করা কষ্টকর" এই পুরো বাক্যটিকে "দুর্নিবার" একটি শব্দ দিয়ে প্রকাশ করা যায়। 

এককথায় প্রকাশ / বাক্য সংকোচন টপিকের ওপরে পরীক্ষা দাও