তড়িতচুম্বকীয় তরঙ্গ ও বর্নালী

বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাত?

আলো বায়ুমন্ডলের অণুগুলোর দ্বারা অন্যান্য আলোর তুলনায় বেশি বিচ্ছুরিত হয় কারণ এর তরঙ্গদৈর্ঘ্য কম। তাই বায়ুমন্ডল নীল দেখায়। এখন, যদি বায়ুমন্ডল না থাকে তাহলে আলোর বিচ্ছুরণ ঘটবেনা। তাই বায়ুমন্ডল না থাকলে আকাশের রঙ হতো কালো।

তড়িতচুম্বকীয় তরঙ্গ ও বর্নালী টপিকের ওপরে পরীক্ষা দাও