তড়িতচুম্বকীয় তরঙ্গ ও বর্নালী
বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাত?
আলো বায়ুমন্ডলের অণুগুলোর দ্বারা অন্যান্য আলোর তুলনায় বেশি বিচ্ছুরিত হয় কারণ এর তরঙ্গদৈর্ঘ্য কম। তাই বায়ুমন্ডল নীল দেখায়। এখন, যদি বায়ুমন্ডল না থাকে তাহলে আলোর বিচ্ছুরণ ঘটবেনা। তাই বায়ুমন্ডল না থাকলে আকাশের রঙ হতো কালো।
তরঙ্গ মুখের বৈশিষ্ট্য হল-
i. তরঙ্গমুখে প্রতিটি কণার দশা অভিন্ন
ii. এক তরঙ্গদৈর্ঘ্য ব্যবধানে তরঙ্গমুখ সমদশায় থাকে
iii. তরঙ্গমুখের অভিলম্ব বরাবর তরঙ্গ সঞ্চালিত হয়
নিচের কোনটি সঠিক?
এর একক নিম্নের কোনটির এককের সমান?
মিটার স্কেল এ লাল ও বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত?
আলোর কোন ধর্ম তরঙ্গের সাহায্যে ব্যাখ্যা করা যায় না?