biometrics and bioinformatics
বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়-
i) Java
ii) C++
iii) MATLAB
নিচের কোনটি সঠিক?
বায়োইনফরমেটিক্স এর সাহায্যে জীববিদ্যা সম্পর্কিত ডেটার সংগ্রহ, সংরক্ষণ কিংবা বিশ্লেষণের কাজে উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করা হয়। এক্ষেত্রে মূলত আণবিক জীববিদ্যা, ডেটাবেজ(SQL), প্রোগ্রামিং, পরিসংখ্যান প্রভৃতি বিষয়সমূহ একীভূত করার মাধ্যমে বায়োইনফরমেটিক্স একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র হিসেবে কাজ করে।
বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়- Java,C++,XML,Perl,MATLAB,C,Python,C#,ইত্যাদি
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মলিকুলার পর্যায়ের বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি?
কোনটি বিশ্লেষণ করে হাতের রেখা শনাক্ত করা হয়?
বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যক্তি শনাক্তকরণে ভিত্তি- i) দৈহিক গঠন ii) আচরণগত বৈশিষ্ট্য iii) বুদ্ধিবৃত্তিক আচরণ নিচের কোনটি সঠিক?
লিজা এইচএসসি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে ৷