biometrics and bioinformatics

বায়োমেট্রিক্স পদ্ধতির কাজ কী? i) ব্যক্তি সনাক্তকরণ ii) সত্ত্বাসত্য নির্ধারণ iii) নিরাপত্তা নিশ্চিত করা; নিচের কোনটি সঠিক?

বায়োমেট্রিক্স পদ্ধতি হলো বিভিন্ন বায়োলজিকাল ডেটা বিশ্লেষণ করে বৈদ্যুতিক সিগনালে রূপান্তর করে নির্দিষ্ট ব্যক্তিসত্ত্বা শনাক্তকরণ পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে ব্যক্তি শনাক্তকরণ, সত্ত্বাসত্য নির্ধারণ, নিরাপত্তা বিধান ইত্যাদি করা হয়।

biometrics and bioinformatics টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

মলিকুলার পর্যায়ের বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি?

কোনটি বিশ্লেষণ করে হাতের রেখা শনাক্ত করা হয়?

বায়োমেট্রিক পদ্ধতিতে ব্যক্তি শনাক্তকরণে ভিত্তি- i) দৈহিক গঠন ii) আচরণগত বৈশিষ্ট্য iii) বুদ্ধিবৃত্তিক আচরণ নিচের কোনটি সঠিক?

লিজা এইচএসসি পরীক্ষার কারণে ঈদের শপিংয়ের জন্য মার্কেটে যেতে পারেনি তবে সে তথ্য প্রযুক্তির সহায়তায় বাসায় বসেই যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে। লিজার বড় ভাই চিকিৎসা বিজ্ঞানের ছাত্র। সে দেখলো তার বড় ভাই কম্পিউটার নিয়ন্ত্রিত হেলমেট, গ্লাভস ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়সমূহ অনুধাবনের চেষ্টা করছে ৷