প্রতিদান

বিথী ও তনা রুমমেট ও সহকর্মী। এক অফিসে কাজ করলেও বিথী তনাকে প্রায়ই সবার সামনে বিভিন্ন বিষয় নিয়ে অপমান ও তাচ্ছিল্যপূর্ণ আচরণ করে। তনার আড়ালে তার ব্যক্তিত্ব ও পরিবার নিয়ে আজেবাজে কথা ছড়ায়। তনা নিজের নম্র আচরণ দিয়ে এবং সবার কাছে বিথীর প্রশংসার মাধ্যমে বিথীকে শুধরে দেওয়ার চেষ্টা করে। গুটি বসন্তে বিথী অসুস্থ হলে অফিস থেকে ছুটি নিয়ে দিনরাত সেবার মাধ্যমে স্বজনহীন বিথীকে সুস্থ করে তোলে। বিথী তনার প্রতি নিজের আচরণের কথা ভেবে অনুশোচনায় দগ্ধ হয়।

SCC 24
প্রতিদান টপিকের ওপরে পরীক্ষা দাও