বিদ্রোহী
'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থ হতে সংকলিত হয়েছে?
একদল অভিযাত্রী পাহাড়ের চূড়ায় ওঠার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে যাত্রা শুরু করে। মাঝপথে শুরু হয় তীব্র ঝড়। সবাই সমস্বরে নিচে নামার জন্য চিৎকার করে। যাত্রীদলের অধিনায়ক সবার সঙ্গে সুর না মিলিয়ে বলেন, ভয় পাই না এই ঝড়কে। আরও বলেন, আমি নিজেই সাইক্লোন, এই মামুলি ঝড় আমার কী করবে?
তোমার পঠিত কোন কবিতার সঙ্গে উদ্দীপকের ভাবের মিল রয়েছে?
'বিদ্রোহী' কবিতায় বিদ্রোহী সত্তার প্রকাশে কবি নিজেকে যার সঙ্গে তুলনা করেছেন-
i. ক্ষ্যাপা দুর্বাসার
ii. ইস্রাফিলের
iii. শ্যামের বাঁশির
নিচের কোনটি সঠিক?
'বিদ্রোহী' কবিতায় ইন্দ্রাণী-সূত কে?
'বিদ্রোহী' কবিতায় ইন্দ্রানী-সুতের হাতে কী আছে?