বিদ্রোহী
'বিদ্রোহী' কবিতায় বিদ্রোহী সত্তার প্রকাশে কবি নিজেকে যার সঙ্গে তুলনা করেছেন-
i. ক্ষ্যাপা দুর্বাসার
ii. ইস্রাফিলের
iii. শ্যামের বাঁশির
নিচের কোনটি সঠিক?
কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতায় কবি নিজের বিদ্রোহী সত্তাকে প্রকাশ করার জন্য যেসব পৌরাণিক, ঐতিহাসিক ও ধর্মীয় উপাদানের সাথে তুলনা করেছেন, তার মধ্যে:
i. ক্ষ্যাপা দুর্বাসার: এটি সঠিক। দুর্বাসা ছিলেন হিন্দু পুরাণের একজন অত্যন্ত ক্রোধপরায়ণ ঋষি। কবি তাঁর বিদ্রোহী সত্তায় যে প্রচণ্ড ক্রোধ এবং ধ্বংসাত্মক শক্তি ধারণ করেছেন, তার প্রকাশে তিনি নিজেকে "আমি ক্ষ্যাপা দুর্বাসার" বলে তুলনা করেছেন।
ii. ইস্রাফিলের: এটি সঠিক। ইসলাম ধর্মমতে, ইস্রাফিল (আ.) হলেন সেই ফেরেশতা যিনি কিয়ামতের দিন শিঙায় ফুঁক দিয়ে মহাবিশ্বের মহাপ্রলয় বা ধ্বংসের সূচনা করবেন। কবি নিজেকে "আমি ইস্রাফিলের শিঙ্গার মহা হুঙ্কার" বলে তুলনা করে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে পুরাতনকে ভেঙে নতুন সমাজ গড়ার ধ্বংসাত্মক শক্তি প্রকাশ করেছেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই