বিলাসী
'বিলাসী' গল্পে 'ওপরের আদালতের হুকুমে'- বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
• ’বিলাসী’ গল্পে 'ওপরের আদালতের হুকুমে' বলতে স্রষ্টার নির্দেশকেই বোঝানো হয়েছে, এবং এটি একটি আধ্যাত্মিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যবহৃত হয়েছে।'ওপরের আদালতের হুকুমে' বলতে এখানে স্রষ্টার নির্দেশ বা ঈশ্বরের আদেশকে বোঝানো হয়েছে, যা মূলত মানব জীবনের চূড়ান্ত বিচারের শক্তি হিসেবে কাজ করে।
'গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনি সুনাম।'
এখানে 'সুনাম' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
'বিলাসী' নামকরণের পেছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে?
মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না। উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না।