অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ
বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে অভিকর্ষীয় ত্বরণ-
নিরক্ষীয় অঞ্চলে ব্যার্সাধ বেশি হওয়ায় এখানে g এর মান সর্বনিম্ন এবং মেরুতে ব্যার্সাধ কম হওয়ায় এখানে g এর মান সর্বাধিক।
অভিকর্ষীয় ত্বরণ g বনাম পৃথিবী পৃষ্ঠ হতে গভীরতা h এর লেখচিত্র কোনটি?
6kg ভরের কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 10m উচ্চতায় উঠিয়ে অতঃপর একে আনুভূমিক বরাবর 5m সরনো হলো । [g=9.8ms-2]
এক্ষেত্রে -
অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ -588জুল
বাইরের এজেন্ট দ্বারা কৃত কাজ +588জুল
অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ-3.675 × 10-20 eV
নিচের কোনটি সঠিক?
চিত্রে মসৃণ আনত তল বেয়ে গড়িয়ে পড়া বস্তুর ত্বরণ-
খোলা মাঠে রফিক একটি বস্তুকে বিশেষ যান্ত্রিক ব্যবস্থায় উপরে নিক্ষেপ করার চেষ্টা করছে। বন্ধু রহিম তাঁকে সতর্ক করে বলে বেশি জোরে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর ব্যাসার্ধ = 64 × 105 m এবং g=9.78 m-s2.
কী কারণে বন্ধু রহিমের আশঙ্কাটি সত্য হবে?