বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত
বৃক্কের ক্ষেত্রে প্রযোজ্য-
নিচের কোনটি সঠিক?
বৃক্ক (Kidney) : বক্ষপিঞ্জরের ঠিক নিচে উদর গহ্বরের কটি অর্থাৎ কোমর অঞ্চল (lumbar region ) - এ মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে । বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত । উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য উপরে অবস্থিত)। বৃক্ক দেখতে অনেকটা শিম বীজের মতো । এর পার্শ্বদেশ উত্তল, ভিতরের দিক অবতল ।
জীববিজ্ঞান বই-এ মানুষের দেহে পানির সমতা নিয়ন্ত্রণ ও তরল বর্জ্য উৎপাদন সম্পর্কে আলোচনা করা হয়েছে।
মিতুল ক্লাসে রেচনতন্ত্র পড়ার সময় দেখল পিটুইটারি গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়, যা রক্তে প্রবাহিত হয়।
উদ্দিপকের রাসায়নিক পদার্থের ক্ষেত্রে যুক্তিযুক্ত-
রক্তে H2O কমলে অধিক হরমোন ক্ষরিত হবে
রক্তে H2O বাড়লে কম হরমোন ক্ষরিত হবে
Na+ রেচন বাড়িয়ে দেয়
নিচের কোনটি সঠিক ?
শিক্ষক ক্লাসে মানুষের প্রধান শ্বসন অঙ্গের এবং প্রধান রেচন অঙ্গের গঠন পড়ালেন। তিনি বললেন উভয় অঙ্গই বর্জ্য পদার্থ নিষ্কাশন করে।