বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত

বৃক্কের ক্ষেত্রে প্রযোজ্য-

  1. শিম বীজের মত  
  2. পার্শ্বদেশ উত্তল
  3. ভিতরের দিকে অবতল

নিচের কোনটি সঠিক?

গাজী আজমল স্যার

বৃক্ক (Kidney) : বক্ষপিঞ্জরের ঠিক নিচে উদর গহ্বরের কটি অর্থাৎ কোমর অঞ্চল (lumbar region ) - এ মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে । বৃক্কের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক কশেরুকার নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার উপরে অবস্থিত । উদর গহ্বরে যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের তুলনায় সামান্য উপরে অবস্থিত)। বৃক্ক দেখতে অনেকটা শিম বীজের মতো । এর পার্শ্বদেশ উত্তল, ভিতরের দিক অবতল ।

বৃক্কের গঠন ও কাজ,রেচনের শারীরবৃত্ত টপিকের ওপরে পরীক্ষা দাও