বৃষ্টি, গাড়ি ও মানুষ
বৃষ্টির ফোটাঁ চলন্ত গাড়ির পিছনের কাচঁকে ভিজায় না কেনো?
বৃষ্টির প্রকৃত বেগ
গাড়ি স্থির অবস্থায় বৃষ্টি বেগেই গাড়ির উপর লম্বভাবে পতিত হয়। যার ফলে উভয় দিকের কাঁচই ভেজে।
গাড়ি সামনের দিকে বেগে চলতে শুরু করলে গাড়ির সাপেক্ষে বৃষ্টি বেগ ক্রিয়া করে বরাবর যার তীর্যকভাবে ক্রিয়া করে। ফলে শুধু গাড়ির সামনের কাঁচ ভেজে।
বেগে বৃষ্টি লম্বভাবে পড়ছিল । পশ্চিম থেকে পূর্ব দিকে 10 ms বেগে বাতাস প্রবাহ শুরু হল। একজন লোক বাস স্টপে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। সে বৃষ্টি থেকে রক্ষার জন্য ছাতা ধরেছিল । কোন বাস না পেয়ে সে পশ্চিম থেকে পূর্ব দিকে বেগে দৌড়ানো শুরু করলো।
বৃষ্টি ৪ ms বেগে উলম্বভাবে পড়ছে। একজন সাইকেল চালক 4 ms বেগে প্রবাহিত বায়ুর বিরুদ্ধে 7 msবেগে সাইকেল চালাচ্ছে।
4ms-1 বেগে দৌড়ে যাবার সময় একজন ব্যক্তি 6ms-1 বেগের লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হল। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে?
বর্ষাকালে একদিন কলেজে যাওয়ার পথে শিউলি বেগের বাতাস এবং বেগে খাড়া ভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে শিউলিকে কত কোণে ছাতা ধরতে হবে?