চাষার দুক্ষু
বেগম রোকেয়ার মতে সমাজের মেরুদণ্ড কারা?
•বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত 'রোকেয়া রচনাবলি' থেকে সংকলিত 'চাষার দুক্ষু' শীর্ষক রচনাটিতে রোকেয়া সাখাওয়াত হোসেন চাষা সম্পর্কে বলতে গিয়ে বলেন- 'অদ্য আমাদের আলোচ্য বিষয়, চাষার দারিদ্র্য। চাষাই সমাজের মেরুদণ্ড।’
লর্ড কারমাইকেলের নাম কোন রচনায় উল্লেখ রয়েছে?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন?
'তখন চাষা অন্নবস্ত্রের কাঙাল ছিল না। তখন কিন্তু সে অসভ্য বর্বর ছিল' 'চাষার দুক্ষু' প্রবন্ধের এ বক্তব্য দ্বারা বোঝায়-
কোন অঞ্চলে দুই সের খেসারি বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রয় করত?