ব্যাকটেরিয়ার গঠন,প্রকারভেদ ও জনন
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে-
পলিস্যাকারাইড
প্রােটিন ও লিপিড
নিউক্লিক অ্যাসিড
নিচের কোনটি সঠিক?
কোষ প্রাচীরের প্রধান উপাদান মিউকোপ্রোটিন জাতীয় যাকে মিউরিন বা পেপটিডোগ্লাইকান বলে । পেপটিডোগ্লাইকান একটি পলিমার। পেপটিডোগ্লাইকানের সাথে কিছু পরিমাণ মুরামিক অ্যাসিড এবং টিকোয়িক অ্যাসিডও থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান স্তরটি বেশ পুরু থাকে যা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান স্তরটি পাতলা থাকে এবং এর উপর ফসফোলিপিড বা লিপোপলিসেকারাইড-এর একটি পাতলা স্তর থাকে।