রক্ত ও রক্ত কণিকা
ব্যাকটেরিয়া ধ্বংস করে-
i. নিউট্রোফিল
ii. লাইসোজাইম
iii. মনোসাইট
নিচের কোনটি সঠিক?
i ও ii
ii ও iii
i ও iii
i, ii ও iii
লাইসোজাইম একটি অ্যানজাইম, যা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেঙে তাদের ধ্বংস করে। এটি অশ্রু, লালা, ঘাম, এবং রক্ত প্রভৃতি তরলে পাওয়া যায়।
উদ্দীপকে A কণিকাটির বৈশিষ্ট্য হলো-
কোনটি প্লাজমা প্রোটিন?
i. ফাইব্রিনোজেন
ii. জ্যান্থিন
iii. অ্যালবুমিন
লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা মধ্যে পার্থক্য উল্লেখ করো।
কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়?