ব্যাকটেরিয়ার উপকারিতা, অপকারিতা ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ ও প্রতিরোধ
ব্যাকটেরিয়া সম্পর্কে নিচের কোন তথ্যটি অসত্য?
ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য:
i. আনুবীক্ষণীক জীব, এককোষী ও প্রাককেন্দ্রিক।
ii. এদের সাধারণত অ্যামাইটোসিস / দ্বিভাজন পদ্ধতিতে প্রজনন হয়ে থাকে
iii. এদের জড় কোষ প্রাচীর বিদ্যমান (কোষ প্রাচীর মূলত মিউকো পেপটাইড, পলিস্যাকারাইড, মুরামিক এসিড দ্বারা গঠিত)।
iv. একটি আদর্শ ব্যাকটেরিয়া মূলত ফ্ল্যাজেলা, ক্যাপসিউল, কোষপ্রাচীর, সাইটোপ্লাজমিক মেমব্রেন ও সাইটোপ্লাজম অংশ নিয়ে গঠিত।
v. এদের সাইটোপ্লাজমে মূলত রাইবোসোম, ক্রোমাটোফোর, ভলিউটিন, কোষ গহ্বর, সিউডো নিউক্লিয়াস থাকে।
vi. এরা একক বা দল বদ্ধ হয়ে বাস করে।
vii. ব্যাকটেরিয়ার উপকারিতাও অনেক।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দই প্রস্তুতিতে কোনটি দায়ী?
এককোষী, আণুবীক্ষণিক ও আদিকোষী এক প্রকার অণুজীব নিয়ে জনাব কবির আলোচনা করছিলেন। এ ধরনের অণুজীবের একটি সদস্য ধানের পাতায় রোগ সৃষ্টি করে।
শিক্ষক তার ছাত্রদের বললেন যে, কিছু অণুজীব আছে যেগুলো ভাইরাসের তুলনায় বড় এবং সব জায়গায় পাওয়া যায়। তিনি আরও বললেন যে, তাদের কিছু ক্ষতিকর প্রভাব ছাড়াও যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
