সেই অস্ত্র
'ব্যোমযান, কামান, পদাতি
যে রাষ্ট্রের অঙ্গ নয়, ন্যায়, ক্ষমা, মিতালী মনীযা
যার মুখ্য অবলম্বন, জিজীবিষা
সামান্য লক্ষণ।"
'যে অস্ত্র ব্যাপ্ত হলে'- এর পরের লাইনটি কী?
"এবং জ্যাত্যভিমানকে করে বার বার পরাজিত।"- এখানে 'জাত্যভিমান' শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
কবিতাংশটির 'মুখ্য অবলম্বন' কথাটি দ্বারা 'সেই অন্ত' কবিতার কবির প্রত্যাশা পুরোপুরি ব্যক্ত হয়েছে। মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উদ্দীপক ও কবির প্রত্যাশা বর্তমানে শান্তিপ্রিয় পৃথিবীবাসীর জন্য এক চিরায়ত প্রার্থনা সংগীত- যুক্তিসহকারে বুঝিয়ে দাও।
সকল মহামানবই চেয়েছেন হিংসা-দ্বেষ ও হানাহানিমুক্ত একটি বাসযোগ্য নির্মল পৃথিবী। হিংসা আর স্বার্থপরতার বিষবাষ্পে ছেয়ে গেছে বর্তমান বিশ্ব। ভালোবাসাহীন, স্বার্থান্ধ ও মানবিকতাশূন্য এমন পৃথিবীর কথা মহামানবেরা চিন্তাও করেননি। সর্বত্র বিরাজমান সকল অশুভ শক্তির শিকড়কে উপড়ে ফেলে ভালোবাসা ও মানবিকতার ছায়া ছড়িয়ে দিতে পারলেই বাসযোগ্য একটি নির্মল পৃথিবীর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।