ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য

ব্রায়োফাইট উদ্ভিদে-

  1. যৌণ জনন উগ্যামাস প্রকৃতির 
  2. জননাঙ্গ এককোষী 
  3. জাইগোট রেণুধর পর্যায়ের প্রথম কোষ

নিচের কোনটি সঠিক? 

আজিবুর স্যার

এদের জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যাকোষাবরণ দিয়ে আবৃত।

স্ত্রীজননাঙ্গকে আর্কিগোনিয়াম এবং পুংজননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে। আর্কিগোনিয়ামের আকৃতি ফ্লাস্কের মতো এবং অ্যান্থেরিডিয়ামের আকৃতি গোলাকার, নাশপাতির মতো, বেলনাকার বা গদাকার হয়ে থাকে।

যৌন জনন উগ্যামাস প্রকৃতির অর্থাৎ বড় নিশ্চল স্ত্রী গ্যামিটের (ডিম্বাণু) সাথে ক্ষুদ্র ও সচল পুং গ্যামিটের (শুক্রাণু ) মিলন ঘটে ।

ব্রায়োফাইটা এবং Riccia এর আবাস, গঠন ও শণাক্তকারী বৈশিষ্ট্য টপিকের ওপরে পরীক্ষা দাও