৪.১০ এক ও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ কোষ
তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোডে ধাতু এবং ক্যাথোডে অধাতু জমা হয় না, বরং এর উল্টোটা ঘটে। অর্থাৎ, অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার এবং ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার। অ্যানায়ন (ঋণাত্মক আয়ন) অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং ক্যাটায়ন (ধনাত্মক আয়ন) ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
- অ্যানোড (ধনাত্মক তড়িৎদ্বার): এখানে ঋণাত্মক আয়ন (যেমন, অধাতব আয়ন) ইলেকট্রন ত্যাগ করে অধাতুতে পরিণত হয় এবং অ্যানোডেই জমা হয় বা গ্যাস হিসেবে উৎপন্ন হয়।
- ক্যাথোড (ঋণাত্মক তড়িৎদ্বার): এখানে ধনাত্মক আয়ন (যেমন, ধাতব আয়ন) ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয় এবং ক্যাথোডের গায়ে জমা হয়।
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সাধারণত ক্যাথোডে ধাতু এবং অ্যানোডে অধাতু জমা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই