সমাস
'ভাষাতত্ত্ব' কোন সমাসের উদাহরণ?
ভাষাতত্ত্ব = ভাষা বিষয়ক তত্ত্ব। এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এ সমাসে ব্যাসবাক্যের মধ্যে পদের লোপ হয়। ধ্বনিতত্ত্ব, দুধভাত, জীবনবিমা, খেয়াঘাট, ধর্মকর্ম, হাতঘড়ি, সিংহাসন, সৌন্দর্যতত্ত্ব, পলান্ন, রাজর্ষি প্রভৃতি মধ্যপদলোপী কর্মধারয় সমাস।