মহাকর্ষ ও অভিকর্ষ
ভূ-স্থির উপগ্রহের
i. আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তন কালের সমান
ii. আবর্তনকালের দিক পৃথিবীর আবর্তনকালের দিক একই
iii. উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের সমান
নিচের কোনটি সঠিক?
ভূ-স্থির উপগ্রহ (Geostationary Satellite) সম্পর্কে দেওয়া উক্তিগুলোর মধ্যে সঠিকগুলো হলো:
i. আবর্তনকাল পৃথিবীর আহ্নিক গতির আবর্তন কালের সমান: এটি সঠিক, কারণ ভূ-স্থির উপগ্রহ পৃথিবীর সাথে একই আবর্তনকাল বজায় রেখে ঘোরে (২৪ ঘণ্টা)।
ii. আবর্তনকালের দিক পৃথিবীর আবর্তনকালের দিক একই: এটিও সঠিক। ভূ-স্থির উপগ্রহ পৃথিবীর ঘূর্ণনের দিকেই (পশ্চিম থেকে পূর্ব দিকে) ঘোরে।
iii. উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের সমান: এটি ভুল। ভূ-স্থির উপগ্রহের উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের সমান নয়, বরং এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৩৫,৭৮৬ কিলোমিটার দূরত্বে অবস্থান করে।
তাই, সঠিক উত্তর হলো i এবং ii
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
No related questions found