ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড
মডেম সাহায্য করে -(i)তথ্য পেরণের কাজে (ii)তথ্য গ্রহণের কাজে (iii)তথ্য তৈরিতে নিচের কোনটি সঠিক ?
মডেম সাহায্য করে তথ্য পেরণের কাজে এবং তথ্য গ্রহণের কাজে।
মডেম (Modem) শব্দটি এসেছে "Modulator-Demodulator" থেকে, যা ডেটা পাঠানোর এবং গ্রহণ করার জন্য ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যাল এবং এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল এ রূপান্তর করে। মডেম সাধারণত ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয় এবং এটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য প্রেরণ ও গ্রহণের কাজ করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মঈন তার বন্ধুর বাসায় টেলিভিশনে ফুটবল খেলা দেখতে গিয়েছিল। ম্যাচ দেখে ফেরার পথে, সে একটি ট্রাক দুর্ঘটনা দেখতে পেল। একজন পুলিশ অফিসার ট্রাকের সামনে দাড়িয়ে মোবাইল ফোনের মতো একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছেন। সেই সময় মঈনের বন্ধু তুহিন তাকে মোবাইল ফোনে কোন দেশ ম্যাচ জিতেছে তা জানতে চায়। মঈন উত্তর দিল জার্মানি।
মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত থাকে কোন ডেটা ট্রান্সমিশনে?
সিনক্রোনাস সিস্টেমে--
i. ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়
ii. ডেটাকে ক্যারেক্টার বাই কারেক্টার পাঠানো হয়
iii. হেডার এবং ট্রেইলর ইনফরমেশন সিগনাল
নিচের কোনটি সঠিক?
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলো। ২০১৮ সালে শিক্ষা সচিব মহোদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন ।
উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড কোনটি?