প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক
মধ্যচ্ছদা নিচের দিকে নেমে আসলে কি ঘটে?
মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম (Diaphragm) মানুষের দেহগহ্বরে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা নামে একটি পেশল সংকোচন- প্রসারণশীল পর্দা অবস্থান করে যা দেহগহ্বরকে উপরের দিকে বক্ষগহ্বর এবং নিচের দিকে উদরগহ্বর এ বিভক্ত করে। প্রশ্বাসের সময় ডায়াফ্রাম এর
অরীয় পেশি সংকুচিত হয়ে নিচে
নেমে বক্ষগহ্বরকে বড় করে এবং নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম উপরে উঠে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে শ্বসনে সহায়তা করে থাকে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

মানবদেহে ক্লোরাইড স্থানান্তরের সময় CI- আয়ন কোথায় প্রবেশ করে?
মানব দেহের মধ্যচ্ছদার অরীয় পেশি সংকৃত হলে -
বক্ষগহ্বরের ব্যাস বৃদ্ধি পায়
ফুসফুসের বায়ুচাপ হ্রাস পায়
ফুসফুসের বায়ুচাপ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
শ্বসন একটি ছন্দোময় প্রক্রিয়া। শ্বাসকেন্দ্র, শ্বসন সংশ্লিষ্ট প্রতিবর্ত ক্রিয়া ইত্যাদি শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। বিশেষ পরিস্থিতিতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের প্রয়োজন হলে একজন প্রশিক্ষিত ব্যক্তিকেই এ কাজটি করতে হয়।