ফেব্রুয়ারি ১৯৬৯

মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,

লাখো বাঙালির কাতর চিত্তে করুণ আহাজারি,

একুশ তুমি বাংলার মানুষের হৃদয়ভরা আশা,

তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা,

রক্ত ঝরাল, সালাম, বরকত, রফিক, শফিক জব্বার,

বায়ান্নর সেই করুণ কাহিনি মনে পড়ে বরাবর,

স্মৃতির পাতায় ভেসে ওঠে সে বিষণ্ণ দিনের কথা..

যত ভাবি ততই যেন মনে পাই বড়ো ব্যথা।

HCC 24
ফেব্রুয়ারি ১৯৬৯ টপিকের ওপরে পরীক্ষা দাও