সোনার তরী

মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে

সেদিন তুমি কি ধন দিবে উহারে ?

ভরা আমার পরানখানি

সম্মুখে তার দিব আনি,

শূন্য বিদায় করব না তো উহারে

মরণ যেদিন আসবে তোমার দুয়ারে ।

JCC 24
সোনার তরী টপিকের ওপরে পরীক্ষা দাও