মহাবিশ্বের সৃষ্টি ও পরিনতি
মহাবিশ্বের সৃষ্টির শুরুতে উৎপন্ন হয়ে বিভিন্ন ভরহীন কণায় ভর যুক্ত করে অদৃশ্য হয় কোনটি ?
হিগস বোসন : হিগম বোসন ক্ষেত্রনামক তাত্ত্বিক বল ক্ষেত্র সমস্ত বিশ্বে ছড়িয়ে আছে। ভরহীন কোনো
কণা এই ক্ষেত্রে প্রবেশ করলে তা ধীরে ধীরে ভর লাভ করে। ফলে চলার গতি হ্রাস পায়। এই ক্ষেত্রের মাধ্যমেই ভর
কণাতে স্থানান্তরিত হয়। হিগস বোসনের ভর আছে এবং এর চার্জ ও স্পিন শূন্য (0)। এর সংকেত Hº। ১৯৬৪ সালে
পিটার হিগস এবং তাঁর পাঁচ সহযোগী মিলে সর্বপ্রথম এই কণা সম্পর্কিত তত্ত্ব প্রদান করেন। ২০১৩ সালে
সুইজারল্যান্ডের CERN গবেষণাগারের Large Hadron Collidor (LHC) যন্ত্রে এই কণার অস্তিত্ব ধরা পরে। এ বছরেই
পিটার হিগস ও ফ্রানকোসিস এঙ্গলাগ এই কণার অস্তিত্ব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। ১৯৯৩ সালে হিগস
কণাকে ঈশ্বর কণা বা God Particle নামে অভিহিত করা হয়। ফোটন, গেজ বোসন এবং গ্রাভিটন-এর সমন্বয়ে
ক্ষেত্রকণা গঠিত। এরা যথাক্রমে বিদ্যুৎ চুম্বকীয় দুর্বল নিউক্লীয় বল এবং মহাকর্ষ পরিক্রিয়া বাহক কণা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের কোনটি এখনও রহস্যময়?
হাবলের সূত্রানুসারে নিচের কোন লেখচিত্রটি সঠিক?
মহাবিশ্বের মোট ভর শক্তির-
73% গুপ্ত শক্তি
23% গুপ্ত পদার্থ
4% দৃশ্যমান পদার্থ
নিচের কোনটি সঠিক?
NGC 4472 গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি সাপেক্ষে 770 (km/s) দ্রুতিতে দূরে সরে যাচ্ছে। হাবল ধ্রুবক 55 (km/s) Mpc হলে আমাদের গ্যালাক্সি থেকে NGC 4472 গ্যালাক্সি দূরত্ব কত?