ঐতিহাসিক স্থান ও দর্শনীয় স্থাপনা
মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন?
• বাংলাদেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ নগর - পুণ্ড্রনগর।
• ১৮৭৯ সালে স্যার আলেকজান্ডার কানিংহাম প্রাচীন পুণ্ড্রনগর আবিষ্কার করেন।
• বর্তমান নাম মহাস্থানগড় ।
• বগুড়া জেলার করোতোয়া নদীর তীরে অবস্থিত।
• প্রাচীন মৌর্য বংশের রাজধানী ছিল মহাস্থানগড় ।