উপক্রমণিকা, কোষ, কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট
মাইসেলি নামক সূত্রের প্রস্থছেদের কতটি সেলুলোজ চেইন থাকে ?
কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা ৬-কার্বনবিশিষ্ট B-D গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। ১ হাজার থেকে ৩ হাজার সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় ১০০ সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি (micelle) গঠন করে। মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় ২০টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল (microfibril) গঠন করে এবং ২৫০টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল। (macrofibril) গঠন করে। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলিতভাবে একটি তন্তু (ফাইবার) গঠন করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শিক্ষক ব্লাকবোর্ডে জীবদেহের গঠনের দুই আবরণী যুক্ত একটি আদর্শ এককের চিহ্নিত চিত্র আঁকলেন যার বাইরের আবরণীটি নির্জীব এবং ভিতরের আবরণীটি সজীব।
বাইরের আবরনটির নাম কি?
পাশাপাশি দুটি কোষের মধ্যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগ-
উদ্ভিদকোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের প্রাথমিক স্তর-
i. সাধারণত পাতলা থাকে
ii. খেজুরের এন্ডোস্পার্মের ক্ষেত্রে বেশ পুরু হয়
iii. কুপ এলাকাতে অখণ্ডিত থাকে
নিচের কোনটি সঠিক?
কোনটি প্রকৃত কোষী?