সহজাত আচরন(ইনসটিংক্টস)

মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়?

SB 16

মাকড়শা বৃত্তের জাল বোনে রেশমি সুতা দিয়ে । উদরীয় বিশেষ সিল্ক গ্রন্থি (silk glands) থেকে ক্ষরিত পদার্থকে শতশত অণুনালিকাযুক্ত তিনজোড়া বুননকারী (spinnerets)-র মাধ্যমে সুতা নির্মাণ করা হয় । সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত স্ক্লেরোপ্রোটিন (scleroprotein) থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতায় পরিণত হয় । একই ব্যাসের ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়শার সুতা বেশি শক্তিশালী । টান দিয়ে ছিঁড়তে গেলে ছেঁড়ার আগে এ সুতা এক-পঞ্চামাংশ

পর্যন্ত লম্বা হতে পারে ।

সহজাত আচরন(ইনসটিংক্টস) টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো