সহজাত আচরন(ইনসটিংক্টস)
মাকড়সার সিল্ক গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়?
মাকড়শা বৃত্তের জাল বোনে রেশমি সুতা দিয়ে । উদরীয় বিশেষ সিল্ক গ্রন্থি (silk glands) থেকে ক্ষরিত পদার্থকে শতশত অণুনালিকাযুক্ত তিনজোড়া বুননকারী (spinnerets)-র মাধ্যমে সুতা নির্মাণ করা হয় । সিল্ক গ্রন্থি থেকে ক্ষরিত স্ক্লেরোপ্রোটিন (scleroprotein) থেকে সৃষ্ট সুতা বাতাসের সংস্পর্শে এসে শক্ত রেশমি সুতায় পরিণত হয় । একই ব্যাসের ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়শার সুতা বেশি শক্তিশালী । টান দিয়ে ছিঁড়তে গেলে ছেঁড়ার আগে এ সুতা এক-পঞ্চামাংশ
পর্যন্ত লম্বা হতে পারে ।
উদ্দিপকের 'A' চিহ্নিত অংশের বৈশিষ্ট্য -
স্কেলেরোপ্রোটিনে গঠিত
স্টিলের চেয়ে ৫গুন শক্ত
স্পিনারেটের মাধ্যমে সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
সহজাত আচরণ হলো—
i. মৌমাছির মৌচাক তৈরি করা
ii. পিনের খোঁচা লাগলে হাত সরিয়ে ফেলা
iii.মাকড়শার জাল বোনা
নিচের কোনটি সঠিক?
তিনকাঁটা স্টিকলব্যাক পুরুষ মাছের বৈশিষ্ট্য-
নিচের কোনটি সঠিক?
প্রাণীর সহজাত আচরণ হলো-
নিচের কোনটি সঠিক?