প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (নিষেক,গর্ভধারন,পরিস্ফুটন,বিকাশ)
মানব দেহে নিষেক প্রক্রিয়া কোথায় সংঘটিত হয়?
নিষেক (Fertilization)
পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন প্রক্রিয়াকে নিষেক বলে । এ প্রক্রিয়ায় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে তাদের হ্যাপ্লয়েড (n) ক্রোমোজোমবাহী নিউক্লিয়াসের মিলন ঘটিয়ে ডিপ্লয়েড (2n) ক্রোমোজোমবাহী জাইগোট গঠন করে । মানুষের নিষেক অন্তঃনিষেক ধরনের এবং তা সাধারণত ফেলোপিয়ান নালি বা ডিম্বনালির উর্ধ্বাংশে সংঘটিত হয় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
অমরার কাজ-
গ্যাসীয় বিনিময়
হরমোন নিঃসরণ
বিপাক ও প্রোটিন সংশ্লেষ
নিচের কোনটি সঠিক?
অমরা গঠনকারি বহিঃভ্রূণীয় পর্দা হলো-
মেসোডার্মাল স্তর থেকে উদ্ভুত কোনটি?
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক মানব জীবনে ধারাবাহিকতা নিয়ে আলোচনায় বললেন, ফিটাস একটি অঙ্গের মাধ্যমে জরায়ুর সাথে যুক্ত থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে।
উদ্দিপকের অঙ্গটির কাজ-
নিচের কোনটি সঠিক?