রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র

মানবদেহে লিম্ফনোডের সংখ্যা কত?

মানবদেহে পাঁচ ধরনের লসিকাগ্রন্থি পাওয়া যায়, যথা- লিম্ফনোড, টনসিল, প্লীহা, থাইমাস ও লাল অস্থিমজ্জা। লিম্ফনোড হলো লসিকা বাহিকায় অবস্থিত ক্যাপসুলের মত অংশ। মানবদেহে প্রায় ৪০০-৭০০ লিম্ফনোড থাকে।

রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র টপিকের ওপরে পরীক্ষা দাও