মানুষের শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশের গঠন ও কাজ

মানুষের ডান ফুসফুসে কয়টি লোব বিদ্যমান?

আবুল হাসান স্যার

ফুসফুস মানবদেহের প্রধান শ্বসন অঙ্গ। এটি দুটি ভাগে বিভক্ত। বাম ফুসফুস আকারে ছোট, দুই খন্ড বিশিষ্ট এবং ডান ফুসফুস আকারে বড়, তিন খন্ড বিশিষ্ট। ফুসফুসের সকল খন্ডকে লোব বলা হয়। বাম ফুসফুস ও ডান ফুসফুসে একত্রে মোট পাঁচটি লোব রয়েছে।

মানুষের শ্বসন তন্ত্রের বিভিন্ন অংশের গঠন ও কাজ টপিকের ওপরে পরীক্ষা দাও