প্রশ্বাস নিশ্বাস এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন এবং শ্বাসরঞ্জক
মানুষের প্রশ্বাস বায়ুতে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ কত শতাংশ?
মানুষের প্রশ্বাস বায়ুতে ২০.৯% অক্সিজেন ও ০.০৪% কার্বন-ডাই-অক্সাইড থাকে । এছাড়া নিঃশ্বাস বায়ুতে ১৩.৭% অক্সিজেন ও ৫.২% কার্বন-ডাই-অক্সাইড রয়েছে। শ্বসন কাজে ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশি সহযোগিতা করে।