জলভাগ ও পাহাড়- পর্বত
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সীমান্ত নেই কোন দেশের?
# মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকায় অবস্থিত পঞ্চাশটি রাজ্য ও একটি যুক্তরাষ্ট্রীয় জেলা নিয়ে গঠিত এক যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক প্রজাতন্ত্র। # এই দেশটি ইউনাইটেড স্টেটস (ইউ.এস.এ) যুক্তরাষ্ট্র ও আমেরিকা যুক্তরাষ্ট্র নামেও পরিচিত। # মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডটি পশ্চিমে প্রশান্ত ও পূর্বে আটলান্টিক মহাসাগরদ্বয়ের মধ্যস্থলে অবস্থিত। # এই অঞ্চলের উত্তর ও দক্ষিণ সীমান্তে অবস্থিত যথাক্রমে কানাডা ও মেক্সিকো রাষ্ট্রদ্বয়। # অপশনের মধ্যে হন্ডুরাস ও কিউবার সাথে যুক্তরাষ্ট্রের কোন স্থল সীমান্ত নেই। |