প্রারম্ভিক ও সমাপনি দাখিলা
মিজান সাহেব একতরফা দাখিলা পদ্ধতিতে তার হিসাবের বই সংরক্ষণ করেন। তার প্রারম্ভিক মূলধনের পরিমাণ ২,০০,০০০ টাকা। সমাপনী মূলধনের পরিমাণ ৩,০০,০০০ টাকা। উত্তোলন ৫০,০০০ টাকা, নিট লাভ ৫০,০০০ টাকা। মিজান সাহেবের প্রতিষ্ঠানের অতিরিক্ত মূলধনের পরিমাণ কত ?
অতিরিক্ত মুলধন= সমাপনী মুলধন + উত্তোলন - নিট লাভ - প্রারম্ভিক মুলধন
= ৩,০০,০০০+৫০,০০০-৫০,০০০-২,০০,০০০
= ১,০০,০০০ টাকা
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব হালিম একজন খুচরা ব্যবসায়ী। তিনি একতরফা দাখিলা মোতাবেক হিসাব বই সংরক্ষণ করেন। ২০১৬ সালের ১ জানুয়ারি ও ৩১ ডিসেম্বর তার আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
হিসাবের নাম | ১ জানুয়ারি, ২০১৬ টাকা | ৩১ ডিসেম্বর, ২০১৬ টাকা |
নগদ তহবিল ব্যাংকে জমা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব মজুদ পণ্য যন্ত্রপাতি প্রাপ্য মোট প্রদেয় নোট | ২০,০০০ (কে.) ৮,০০০ ২৮,০০০ ৭,০০০ ২৫,০০০ ৪০,০০০ ১০,০০০ | ১৬,০০০ ১৫,০০০ ১৬,০০০ ৫,০০০ ৩৬,০০০ ৬০,০০০ ৪,০০০ |
২০১৬ সালে জনাব হালিম
নগদ ৬,০০০ টাকা ও ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ০১-০৭-২০১৬ তারিখে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ২০,০০০ টাকা ব্যয়ে নতুন যন্ত্রপাতি কিনেন। প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয় অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। যন্ত্রপাতির ওপর ১০% হারে অবচয় ধরতে হবে।
জনাব ইশরাক ১ জুলাই, ২০২১ সালে নগদ ২,০০,০০০ টাকা, আসবাবপত্র ৩০,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ । পণ্য ক্রয়— ৬০,০০০ টাকা ভাড়া প্রদান— ৫,০০০ টাকা ধারে পণ্য বিক্রয়— ৮০,০০০ টাকা আয়কর পরিশোধ— ২৫,০০০ টাকা
জনাব ইশরাকের স্বত্বাধিকারের পরিমাণ কত?
জনাব আরমান ২০২১ সালের ১ জানুয়ারি নগদ ৫০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। নগদে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা, বেতন প্রদান ৫,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১৫,০০০ টাকা ।
জনাব আরমানের প্রারম্ভিক মূলধন কত?
সাগর এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন ১,৭০,০০০ টাকা, উত্তোলন ২০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,৬০,০০০ টাকা এবং বিক্রয় ২,৭০,০০০ টাকা। এ বছর তাদের নিট লাভ হয়েছে ৫০,০০০ টাকা।
সাগর এন্টারপ্রাইজের ব্যবসায়ে মালিকানা স্বত্বের পরিমাণ কত?