‘মুক্তি’ শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোই প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার। যথা- কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎপ্রত্যয় বলে। যেমন:মুচ্ + ক্তি = মুক্তি, ভজ+ ক্তি = ভক্তি, শ্রম্ + ক্তি = শ্রান্তি ইত্যাদি