মানবদেহের সহজাত ও অর্জিত প্রতিরক্ষা
মুখ্য সাড়ায় যে সকল কোষ উদ্দীপ্ত ও বিভাজিত হয়-
B- কোষ
T- কোষ
স্মৃতিকোষ
নিচের কোনটি সঠিক?
অতন্দ্র প্রহরা (Continuous surveillance) : একটি অ্যান্টিজেন যখন প্রথমে দেহে প্রবেশ করে তখ
কয়েকটিমাত্র লিম্ফোসাইট সেটাকে শনাক্ত করতে পারে। সেই লিম্ফোসাইটগুলো খুঁজে বের করে বিভাজনে উদ্দীপ্ত কে
অগণিত লিম্ফোসাইট উৎপন্ন করতে হয়। এ কারণে নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে মুখ্য সাড়া (primary response)
ধীে
সংঘটিত হয় । কয়েক দিনের মধ্যেই অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যায় এবং অ্যান্টিজেন দেহে প্রবেশের ১ বা ২ সপ্তাহ প চরম মাত্রায় পৌছায় । দেহে যদি আবারও (অনেক বছর পর বা কয়েক যুগ পর হলেও) একই অ্যান্টিজেনের অনুপ্রবে ঘটে তাহলে সাড়াদান ঘটে দ্রুত ও শক্তিশালী । এটি গৌণ সাড়া (secondary response) নামে পরিচিত । মুখ্য সাড়া B—কোষ ও T–কোষগুলো উদ্দীপ্ত ও বিভাজিত হয়ে কেবল অ্যান্টিজেন বিরোধী কার্যকরকোষ (effector cells) সৃষ্টি কে না, বরং স্মৃতিকোষ (memory cells)ও উৎপন্ন করে। স্মৃতি কোষ অনেক বছর, এমন কি কয়েক যুগ পর্যন্ত জীবি থাকতে পারে । ফলে নির্দিষ্ট অ্যান্টিজেনের প্রতি সাড়া দেয়ার মতো দক্ষ লিম্ফোসাইটের সংখ্যা থাকে বেশি, সাড়া প্রচন্ড ও দ্রুত । দু'তিন দিনের মধ্যে কার্যকর (effectors) কোষের সংখ্যা চরম মাত্রায় পৌঁছে যায় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পরজীবি কীটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কোন এন্টিজেন?
আধুনিকা বীনা প্রথম থেকেই তার সন্তানকে বিভিন্ন কৃত্রিম বেবি ফুড খাওয়াতে থাকেন।।কিছুদিন পর থেকে তার সন্তান প্রায়ই বিভিন্ন অসুখে ভুগতে থাকে।
★বীণা তার সন্তানকে মাতৃদুগ্ধের পরিবর্তে কৃত্রিম বেবিফুড দেন;কারন—
i.মাতৃদুগ্ধ পান করানো বেশ কষ্টসাধ্য
ii. বাচ্চার দৈহিক বিকাশের উপযুক্ত খাদ্য ভেবে
iii.আধুনিকা থেকে সৃষ্ট অহমিকা বোধের কারণে
নিচের কোনটি সঠিক?
ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
সাধারণ অ্যান্টিজেন-
হ্যাপ্টেন
টলারোজেন
অ্যালারজেন
নিচের কোনটি সঠিক?