বাংলা প্রথম পত্র

মূল ‘নেকলেস’ গল্পটি কোন ভাষায় রচিত?

Din B 19
বাংলা প্রথম পত্র টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

সজীব ধার্মিক ছেলে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং সঠিকভাবে নিজ ধর্ম পালন করে। অন্যদের সে ধর্ম পালনের উপদেশ দিলেও সে ভিন্ন ধর্মাবলম্বীদের সে দুচোখে দেখতে পারে না।

'সাম্যবাদী' কবিতার কোন দিকটি সজীবের মধ্যে প্রকাশ পায়নি?

'বিদ্রোহী' কবিতায় কবি কার হাতের বাঁশরী?

'জড়িমা' শব্দের অর্থ কী?

তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া। শ্বুশুরবাড়ির নির্যতন সইতে না পেয়ে ফুফু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতব্বর নারীলোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার ওপর। কিন্তু সলিমা বেগম জননী সাহসিকতা। তিনি দৃঢ়প্রত্যায়ী মা-পাখির মতো আগলে রাখেন অনাথ ভাইঝি রাবেয়াকে।

সলিমা বেগম ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছেন?