নক্ষত্র
মৃত্যুপর্ব শুরুর মুহুর্তে যে সমস্ত তারকার ভর 3M0 অপেক্ষা বেশি , সেগুলো জীবন শেষ করবে-
➡ 3Mo > Mo→ কালো বিবর।
➡ তারকার ভর, সূর্যের ভরের চেয়ে 1.4 গুণ কম→ শ্বেত বামন।
➡ তারকার ভর 1.4 Mo ও 3 Mo এর মধ্যে → নিউট্রন তারকা।
➡ তারকার ভর 3 Mo এর বেশী → কালো বিবর।
➡ তারার ভর 1 Mo হলে-
• লাল দানবের ব্যাস 14 কোটি কি.মি.
• সূর্যের ব্যাস 14 লক্ষ কি.মি.
• সাদা বামনের ব্যাস 13 হাজার কি.মি.
• নিউট্রন তারার ব্যাস 16 কি.মি.
• ব্লাকহোলের ব্যাস 2.5 কি.মি.
➡ 1.4 Mo ভরের বেশি হলে সেটি কোনভাবেই শ্বেতবামন হবে না।
➡ 1.4 Mo ভরের সীমাকে চন্দ্রশেখর সীমা বলে। [Mo=1.99 × 10kg]