সমাস
‘মেহেদীরাঙা' এর সঠিক ব্যাসবাক্য কী?
"মেহেদীরাঙা" এর সঠিক ব্যাসবাক্য হল "মেহেদী রূপ রাঙা"।
(ক) সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো।
অথবা, (খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো (যেকোনো পাঁচটি):
জেলে, সৃষ্টি, দৈনিক, ক্রেতা, উক্তি, নকলনবিশ, বিনয়, সৌন্দর্য।
(ক) "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।"- আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
প্রতিদান, সুচেতনা, বাংলাদেশ, নদীমাতৃক, সৈন্যসামন্ত, সপ্তর্ষি, স্বাধীনতা, চরণকমল।
নিচের কোনটি ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ?
নিচের কোনটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস নয়?