বিভিন্ন প্রজন্মের মোবাইল
মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে?
মোবাইল ফোনের ৩য় প্রজন্ম (3G) প্রযুক্তির পর থেকে সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ানো বা অল-ডিরেকশনাল সিগন্যাল ছড়িয়ে পড়ার জন্য ব্যবহৃত প্রযুক্তি হল WCDMA (Wideband Code Division Multiple Access)।
WCDMA প্রযুক্তি:
বর্ণনা: WCDMA হলো 3G নেটওয়ার্কের জন্য ব্যবহৃত একটি মোবাইল যোগাযোগ প্রযুক্তি যা ডাটা ট্রান্সমিশন এবং ভয়েস কল সেবা প্রদান করে। এটি Code Division Multiple Access (CDMA) এর একটি উন্নত সংস্করণ যা বেশি ডেটা স্পিড এবং উন্নত যোগাযোগ সেবা প্রদান করে।
অল-ডিরেকশনাল সিগন্যাল: WCDMA প্রযুক্তিতে, মোবাইল সিগন্যাল মোবাইল টাওয়ারের দিকে চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এটি অল-ডিরেকশনাল অ্যান্টেনা ব্যবহার করে যা সিগন্যাল চারদিকে বিতরণ করে এবং বিভিন্ন ডিভাইসের সাথে যোগাযোগ সহজতর করে।
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের সুবিধাগুলো হচ্ছে—
i. আন্তর্জাতিক রোমিং ও ভিডিও কল
ii. ই-কমার্স ও মোবাইল ব্যাংকিং
iii. বিল্ট ইন ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
কোন দেশ ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস-এ SG নেটওয়ার্কের ব্যবহার প্রাথমিকভাবে প্রদর্শন করে সফলতা পেয়েছে?
প্রাথমিক পর্যায়ে মোবাইল ফোনের বৈশিষ্ট্য ছিলো--
i. সীমিত এলাকায় ব্যবহার হতো
ii. কার্যক্ষমতা খুবই কম
iii. দুর্বল নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
HSPA এর পূর্ণরূপ কী?