জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া

ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য হলো-

  1. চির সবুজ বৃক্ষ 
  2. শ্বাসমূল 
  3. মাটির pH 7 এর কাছাকাছি 

উপরের কোনটি সঠিক? 

আজিবুর স্যার

  • ম্যানগ্রোভ জাতীয় গাছের অন্যতম বৈশিষ্ট্য হল—

  • এই সব গাছের শিকড় নদীর জোয়ারের সময় শ্বাসপ্রশ্বাস নেওয়ার জন্য মাটি ফুঁড়ে উপরে ওঠে, একে শ্বাসমূল বলে ।

  • এদের বীজ খসবার আগেই ফলের মধ্যে অঙ্কুরিত হয়ে থাকে। মাটিতে পড়লেই সরাসরি গেঁথে মূল বিস্তার করতে পারে। ...

  • এছাড়া কান্ডকে সোজাভাবে ধরে রাখার জন্য এইসব গাছে ঠেসমূলও দেখা যায় ।

জলজ, মরুজ ও লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন প্রক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও