বিখ্যাত ব্যক্তিত্ব
যে ইউরোপীয় বণিক ভারতে আসার পথ আবিষ্কার করেন-
• ১৪৯৮ সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন।
• পর্তুগীজরা ইউরোপীয় বনিকদের মধ্যে প্রথম ভারতবর্ষে ব্যবসা শুরু করে।
• ভারতে পতুর্গিজ শক্তির প্রতিষ্ঠাতা আল বুকার্ক।
• ভারতে প্রথম পর্তুগিজ ভাইসরয় ফ্রান্সিসকো আলমিতা।