প্রতিদান
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান;- এখানে ‘বিষেভরা বাণ’ কী অর্থ জ্ঞাপন করেছে?
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান;- এখানে ‘বিষেভরা বাণ’ দ্বারা কটুকথা কে বোঝানো হয়েছে। অর্থাৎ কবিকে যে কটুকথা শুনিয়েছে কবি তাকে ক্ষমা করে দিয়েছেন তার বদলে তিনিও কোনো কটুকথা শোনাবেননা বরং তিনি মঙ্গলের বাণী শোনাবেন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রতিদান কবিতায় কবিকে যে পর করেছে তার জন্য কবি কী করেন?
'পরার্থে আপন সুখ দিয়ে বিসর্জন,
তুমিও হওগো বন্য তরুর মতন।'
উদ্দীপকটির সঙ্গে 'প্রতিদান' কবিতার কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ?
আক্কাসের ওপর অন্যায়-অত্যাচার করা হলেও গ্রামের কারো বিপদে সেই সবার আগে সাহায্য করে। আক্কাসের মধ্যে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে?
'প্রতিদান' কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?